সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন জাতের সবজি। এর প্রভাবে কমতে শুরু করেছে সবজির দাম। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে।

এদিকে বিরামপুর বাজারে পেঁয়াজের দাম চার থেকে ছয় টাকা কমে এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে বিরামপুর নতুন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি কেজি ৬০ টাকা , বাঁধাকপি কেজি ৫০ টাকা, মুলার কেজি ৩০ টাকা। এছাড়া বেগুন ২৫ টাকা, শিম ১০০ টাকা, পটল ২০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ১৫ টাকা, করলা ৪০ টাকা, গাজর ২৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া দাম কমে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আবারো কমে গেছে বিরামপুর পাইকারি বাজারে। বাজারে কেজিতে ৪ থেকে ৬ টাকা দাম কমে ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজিতে।

বিরামপুর নতুন বাজারে সবজি কিনতে আসা মানিক বলেন, ‘আজ বাজারে অনেক নতুন নতুন শীতকালীন সবজি দেখছি। দাম আগের চেয়ে অনেকটা কম। অল্প করে সব সবজি কিনলাম।’

অটো রিক্সা চালক রুবেল বলেন, ‘এক সপ্তাহ আগে যে বেগুন ৫০ টাকা কেজি কিনেছিলাম, আজ সেই বেগুন ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল ছিলো ৪০ টাকা আজ তা দেখছি ২০ টাকা, পেঁপে ছিলো ২৫ টাকা আজ তা ১৫ টাকা কেজি। প্রায় সব সবজির দামই কমে যাচ্ছে।’