সংবাদ প্রকাশের জের: শ্রীনগরে বেরি বাঁধে ইউপি সদস্য’র নির্মাণাধীন অফিস উচ্ছেদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার মান্দ্রায় পদ্মা নদীর তীর ঘেঁষা বেরি বাঁধের জায়গা দখল করে স্থানীয় ইউপি সদস্য’র নির্মাণাধীন ব্যক্তিগত অফিস ঘরটি উচ্ছেদ করা হয়েছে।

এর আগে গত শনিবার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সেলিম মৃধা নদী সিকস্তি জায়গা দখল করে অবৈধভাবে প্রায় ২০ ফুট দৈর্ঘ্যরে একটি ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এনিয়ে সোমবার বিভিন্ন দৈনিক এই আমার দেশ সহ বিভিন্ন পত্র পত্রিকায় “শ্রীনগরে বেরি বাঁধের জায়গা দখল করে ইউপি সদস্য’র অফিস নির্মাণের অভিযোগ!” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় সকালে বেরি বাঁধ থেকে নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ শুরু হয়। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান নদী ভাঙ্গণকবলীত এলাকার সাধারণ মানুষ।

সোমবার বিকালে ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদের নির্দেশক্রমে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হচ্ছে। ঘটনাস্থলে আছি। এখনও উচ্ছেদ অভিযান চলমান আছে।