শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করছেন

এই আমার দেশ ডেস্ক

প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী হেরে যাওয়ায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন। এদিকে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নতুন প্রেসিডেন্ট তার বড় ভাই মাহিন্দা রাজাপাকশের নাম ঘোষণা করবেন।

এক বিবৃতিতে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেন, ‘নতুন প্রেসিডেন্টকে তার নিজ সরকার গঠনের সুযোগ করে দিতে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলেও নিশ্চিত করেছেন বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী বিক্রমাসিংহের পদত্যাগের সঙ্গে সঙ্গে তার সরকারও অকার্যকর হয়ে যাবে। এ অবস্থায় নতুন সরকার গঠনের জন্য বিক্রেমসিংহের দল ইউএনপি কিংবা মাহিন্দা রাজাপাকসের দল এসএলপিপি কারোরই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। ধারণা করা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা নিয়োগ করবেন নতুন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে ফেলবেন না: সেতুমন্ত্রী

শ্রীলঙ্কান গণমাধ্যম জানিয়েছে, আগামী মার্চে সংসদীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নতুন প্রেসিডেন্ট গোটাবায়া তার বড় ভাই মাহিন্দ রাজাপাকশের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলীয় প্রার্থী সাজিথ প্রেমাদাসাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোটাবায়া রাজাপাকসে। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের ছোট ভাই।