শ্যামনগরের গাবুরা ইউনিয়ন থেকে ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

আল-হুদা মালী শ্যামনগর: সুন্দরবনে হরিণ চোরা শিকারিদের অপতৎপরতা থামছে না।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে প্রায় ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করছে বনবিভাগ। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার দ্বীপ অঞ্চল গাবুরা ইউনিয়নের ৯নং সোরা ক্লোজার এলাকা অভিযান চালিয়ে দুই বস্তা ও পার্শ্ববর্তী নদীর চর থেকে এ মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগ এই ঘটনায় কাউকেও আটক করতে পারেনি।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া স্টেশনের বন কর্মীদের সাথে নিয়ে গাবুরার ৯নং সোরা র ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বস্তায় ভর্তি প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।