শেরে বাংলা স্মৃতি সম্মাননা ক্রেস্ট পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া

কাজী ওহিদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র কর্তৃক মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা স্মৃতি সম্মাননা-২০২১” সংক্রান্তে ক্রেস্ট ও সনদ পেলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া। ঢাকা সেগুনবাগিচার তথ্য,সাহিত্য,গবেষণা ও প্রকাশনা বিষয়ক একটি সামাজিক,সাংস্কৃতিক ও সেবামুলক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে ৬ জুলাই বাংলাদেশ শিল্প কল্যাণ পরিষদে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়াকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছেন। উল্লেখ্য থাকে যে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া থানায় যোগদানের পর হতে এলাকার চুরি, ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধ সহ আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার জন্য তিনি ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস সংত্রুান্ত বিষয়ে সাধারন মানুষকে স্বাস্থ বিধি মেনে চলা, মাস্ক পরিধান ও প্রয়োজন ছাড়া ঘর বাহির না হওয়া বিষয় সচেতনার সৃষ্টির লক্ষে তিনি এবং তার থানার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রশাংসামুলক কর্মকান্ড পরিচালনা করেছেন।