শেরপুরে শহীদ দিবস উপলক্ষে ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংবর্ধনা

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতবার বিকেল ৪টায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে আলোচনা সভা ও ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে ভাষা আন্দোলনে আত্মদান কারী শহীদ এবং রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ভাষা সৈনিক পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করেন, জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও নিরুপমা রায়। এর আগে কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে প্রধান অতিথি হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিককে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি ফিতা কেটে একুশে বই মেলার স্টল আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজ বাউল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, ভাষা সৈনিক পরিবার সদস্য আব্দুস সবুর, এড. নূর উদ্দিন, মুক্তিযোদ্ধা তালপতুফ হোসেন মঞ্জু ও সাবিহা জামান শাপলা। আলোচনা শেষে ভাষা সৈনিক পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা স্মারক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে বই, সনদ তুলে দেয়া হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে হুইপ পত্নী শান্ত বেগম, হুইপ তনয়া ডাঃ শারমিন রহমান অপি ও সাদিয়া রহমান অমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আদিবাসী শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।