শেখ হাসিনার বিজয় ঘোষণা করে ইসির প্রথম পূর্ণাঙ্গ ফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রথম পূর্ণাঙ্গ ফল ঘোষণা হয়েছে গোপালগঞ্জ-৩ আসনের।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই আসনের ১০৮টি কেন্দ্রে মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫২৯ ভোট। আসনটিতে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫১৪টি।

রোববার রাত সোয়া ৮টার দিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন ভবনে সন্ধ্যার পর থেকে বিভিন্ন আসনের বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা চললেও এটিই ছিল প্রথম কোনো আসনের পূর্ণাঙ্গ ফল।

গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন এস এম জিলানী। তার ভোট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো না হলেও পরে জানানো হয় এই সংখ্যা ১২৩টি।

এই আসনে ৯৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে ইসি হিসাব দিয়েছে।

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের ফারুক খান এবং গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমও জয়ী হওয়ার পথে।