শেখ সাদী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

বিনোদন ডেস্ক: চন্দ্রকলা থিয়েটারের নতুন প্রযোজনা ‘শেখ সাদী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চন্দ্রকলা থিয়েটারের ১৮তম প্রযোজনা ‘শেখ সাদী’। পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্ম আশ্রিত নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় একক অভিনয় করেন চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ আর অনিক। 

‘শেখ সাদী’ নাটকের কাহিনী এক ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে। দিল্লীর যুবরাজ মুহম্মদ বুলবন তার সময়কালে এক বিশ্বকবি সম্মেলনের আয়োজন করেন, যেখানে মুখ্য কবি হিসেবে আমন্ত্রণ পান শেখ সাদী। রাষ্ট্রীয় সম্মান এবং বন্ধুর আহ্বানে উৎফুল্ল শেখ সাদী সম্মানিত বোধ করলেও বার্ধক্যজনিত কারণে সে আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লী আসতে পারেননি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।