শিশু ও নারী বিষয়ক রিপোর্টিংয়ের সমাপন ; প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের ৫ম পর্যায়ের সম্ভাব্য সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক রিপোর্টিংয়ে দুই দিনব্যাপি (০৯-১০ জুন) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের শেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবার (১০ জুন) প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি ) এর মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।

এসময় তিনি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদক কিভাবে প্রতিবেদন তৈরি করবে সেসব কলা-কৌশল ও বিভিন্ন করণীয় দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।