শিশু ও নারী উন্নয়ন বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প এর আওতায় শিশু ও নারী উন্নয়ন বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ জুন) প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব আনছার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হকসহ অন্যানরা।

উল্লেখ্য যে, ইতোমধ্যেই নারী ও শিশুর সার্বিক অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।