শিবালয় সমাজসেবা কার্যালয় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা| করোনা ভাইরাস প্রভাবে দুঃস্থ, কর্মহীন, অসহায়, প্রতিবন্ধী ও হিজড়া জন গোষ্ঠিদের মাঝে নগদ অর্থ সহযোগীতা প্রদান করেন শিবালয় উপজেলা সমাজসেবা কার্যালয়। বুধবার সকালে শিবালয় উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি এস.এম ফেরদৌস জেলা প্রশাসক, মানিকগঞ্জ আসন অলঙ্কিত করনে। জেলা প্রশাসক বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজে বাচুন-অন্যকে বাচান, মাস্ক ব্যবহার করুণ, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। এ পরিস্থিতিতে প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে ইতোমধ্যে ঘরেঘরে খাবার, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, অর্থ দিয়ে সহায়তা করা হচ্ছে। তার পরও কতিপয় মানুষ নির্দেশ অমাণ্য করছে। অন্যদের এবং পরিবারের সদস্যদের মাঝে ভাইরাস জড়িত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এস.এম ফেরদৌস আরও জানান, জেলার প্রত্যেকটি উপজেলায় প্রধান মন্ত্রীর ৬৯ টি সহায়তা তহবিলের কার্যক্রম কোটি-কোটি টাকা শ্রেণি আনুপাতিক হারে সহায়তা প্রদান করা হচ্ছে ঘরেঘরে যেয়ে। অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধান করেন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্মকর্তা মো: পলাশ হোসাইন ও সভাপতিত্ত¡ করেন এ.এফ.এম ফিরোজ মাহ্মুদ নিবার্হী অফিসার শিবালয়, মানিকগঞ্জ। জেলা প্রশাসক এস.এম ফেরদৌস জানান দেন যে, শিবালয় ইউএনও এ.এফ.এম ফিরোজ মাহ্মুদের বদলী জনিত কারণে তার দায়িত্বে আমার আগমন এটাই হয়তবা শেষ অফিসিয়াল কার্যক্রম। জেলা প্রশাসক তাঁর সংক্ষিপ্ত বক্তব্য মালার ফিরিস্থি উপস্থাপন করতে গিয়ে কিছুটা বিচলিত হন দক্ষ ইউএনও এ.এফ.এম ফিরোজ মাহ্মুদের জন্য। শিবালয় উপজেলা শুধু মানিকগঞ্জ জেলার নয় গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদার এ ছাড়াও অতিরিক্ত গুরুদায়িত্ব পালন করতে হয় যা অন্যকোন উপজেলাতে নাই। এই দায়িত্ব আমি নিজে পালন করতে গেলে হিমশিম খেতাম। নিঃসন্দেহে এ.এফ.এম ফিরোজ মাহ্মুদ পুংখানু-পুংখ রুপে দাপ্তরিক দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ও সুনাম অর্জিত হয়েছে। প্রত্যেকটি কর্মকান্ড নির্ভিকতা ও সততার সাথে কারায় আমি সবসময় নিঃচিন্তে থেকেছি। সবচেয়ে বড় জিনিস তাঁর ব্যক্তিত্তে¡র অহমিকা অটুট রেখে জনশ্রতিতে জনপ্রিয়, গণমানুষের হৃদয় মনি কুঠায় ঠাই করে নিয়েছেন। আজ আমি গর্ভিত যে এ.এফ.এম ফিরোজ মাহ্মুদ শিবালয় উপজেলায় রাষ্ট্রের সব কর্মকান্ড সুনামের সঙ্গে করেছেন এবং শিবালয় বাসি তাকে মনে করবেন। অন্যান্যের মধ্যে ছিলেন- ফৌজিয়া খান উপ-পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় মানিকগঞ্জ, জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মানিকগঞ্জ, বীর মুক্তি যোদ্ধা রেজাউর রহমান খান জানু চেয়ারম্যান, উপজেলা পরিষদ শিবালয় মানিকগঞ্জ, লালন ফকির ভাইস চেয়ারম্যান, রুনা আক্তার ভাইস চেয়ারম্যান, সুদেব রায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা শিবালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।