শিবালয়ে মস্টারমাইন্ড ভ‚মি দস্যু সন্ত্রাসী জমির মালিককে হত্যার হুমকি

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ বিচারের বাণী নিরবে নিভৃত্যে কাঁদে। অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয়ে জমির মালিককে হত্যা করার হুমকি প্রদর্শন করেছে ভাড়াটিয়া প্রভাবশালী এক বিএনপির নেতা। অভিযোগে জানা যায়- জমির মালিক ভাড়া চেওয়া, ভাড়াটিয়াকে ঘর তুলতে বাঁধা প্রদান, মালিক জমি বুঝে নিতে চাওয়া, স্থানীয়দের জানানো, সালিশ মিমাংশার জন্য গণ্যমাণ্য ব্যক্তিদের জানানো, বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ভাড়াটিয়া মোঃ তোজাম্মেল হোসেন জমির মালিক মোঃ সামছুল ইসলামের সংঙ্গে অশালীন ব্যবহার মারধরের জন্য উদ্ধর্ত এবং হত্যা করার হুমকি প্রদর্শন করেন। একাধিক লিখিত বিভিন্ন দপ্তরের লিপিবদ্ধ অভিযোগ ও জমির প্রয়োজনীয় কাগজ পত্রের মাধ্যমে জানা যায়, শিবালয় বড় বোয়ালীর মৃত: ফৈজুদ্দিন এর পুত্র মোঃ সামছুল ইসলাম ১৯৯৪ সালে শিবালয়ের উথলী ইউনিয়নের কাতরাসিন মৌজায় সাফ কবলা তফশীল ভুক্ত জমি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে শিবালয়ের উথলী কাতরাসিন গ্রামের আমিন উদ্দিন ঠাকুর এর ছেলে মোঃ তোজাম্মেল হোসেন ঐ জমি মৌখিক ভাবে ভাড়া নিয়ে অদ্যবদি কোন ভাড়া পরিশোধ করেননি। জমির পরিচিতি মানিকগঞ্জ জেলা, শিবালয় উপজেলা, উথলী ইউনিয়ন, কাতরাসিন মৌজা- সাবেক ১১৩২, হাল- ১৫০৫ দাগে নাল ৪৪ শতাংশ এর কাত ০৬ শতাংশ জমি। উল্লেখ্য অভিযোগের ভিত্তিতে তোজাম্মেল হোসেন মানিকগঞ্জ বিএনপির মাস্টারমাইন্ড স্থানীয় নেতা হওয়ায় বিএনপি আমলে ব্যক্তি স্বার্থ পরিতার্থ করার জন্য বহু অপরাধের অপরাধী বলে জানা যায়। উল্লেখিত জমি ঠিক অনুরূপ ভাবে কোন লিখিত চুক্তিপত্র ছাড়াই ভাড়া নেন। সেচ্ছাচারিতা ও সন্ত্রাসী ফলশ্রæতিতে ভ‚মি দস্যুতাকে ভ্রæক্ষেপ করেনি বরং ভয়ংকর সন্ত্রাসী হিসেবে এলাকাবাসী আতংকিত। তাঁর ভাই তোফাজ্জল হোসেনও একি সুত্রে ভ‚মি দস্যুতায় জড়িত অভিযোগে। জমির মালিক সামছুল ইসলাম দারে দারে বিচার প্রার্থনা করেন- ২০ শে ফেব্রæয়ারী ২০২০ উথলী ইউনিয় চেয়ারম্যান ২রা মার্চ ২০২০ সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ১২ আগষ্ট অফিসার ইনচার্জ শিবালয় থানা, ১০ই জানুয়ারী সাহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর নিকট অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। মোঃ সামছুল ইসলাম তার জমি খালি ও হত্যার হুমকির আইনানুগ বিচারের জোর দাবি জানান। এ প্রতিনিধিকে তিনি আরো জানান আািম ও আমার পরিবারের যেকোন ক্ষতি সাধান করতে পারে যে কোন সময় আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত।