শার্শায় ১৭ টি গ্রামে চেয়ারম্যানের ব্যক্তিগত ত্রাণ সহয়তা

এস এম মারুফ, বেনাপোল প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মানতে কাজ হারিয়ে বেকার যশোরের শার্শার উলাশি ইউনিয়নের ১৭ টি গ্রামের প্রায় দুই শতাধিক ঘরবন্দী অসহায় দিনমজুরের মাঝে ব্যক্তিগত ত্রাণ সহয়তা করেছেন চেয়ারম্যান আয়নাল হক। শনিবার(০৪ এপ্রিল) সকাল ১১ টায় অসহায় মানুষের মাঝে এই ত্রাণ সহয়তা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারম্যানের ত্রাণ বিতরণে সহযোগীতায় অংশ নেয় স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান, কবির হোসেন, কামাল হোসেন, মোঃ হাসান ও আহম্মাদ আলি। ইউপি চেয়ারম্যান আয়নাল হক বলেন, সরকারের পক্ষ্য থেকে যে ত্রাণ এসেছে তা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। এতে ঘরবন্দী দিন দিন দিন খাওয়া অসহায় মানুষগুলো বিপাকে পড়েছেন। প্রধান মন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত সামার্থ অনুযায়ী এসব পরিবারের কিছু মানুষের এক সপ্তাহের চাল,ডালসহ খাদ্যদ্রব দিয়ে সহয়তা করা হয়েছে। দেশের চলমান দূর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত তার এ ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। সমাজের বিত্তশালীদেরকেও তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।