শার্শায় ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিশ্ব জাকের মঞ্জিল এর শার্শা উপজেলা কর্মীরা

এস এম মারুফ, বেনাপোল থেকেঃ যখন বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস, সারা দেশে মানুষ যখন দিশেহারা হয়ে সরকারের বেঁধে দেওয়া ঘরবন্দী জীবন যাপন করছেন, ঠিক সেই সময়ে শার্শা উপজেলার ৫০ টি অসহায় দিনমুজুর পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেনাপোল চেকপোস্ট বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বজাকের মঞ্জিল এর শার্শা উপজেলা কর্মী প্রধান আলহাজ্ব এইচ এম আবুল বাশার । ১ লা এপ্রিল বুধবার বেলা ১১ টার সময় অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেন । এসময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভা কর্মী প্রধান আমির হামজা ও মাওলানা ইয়াছিন আলী সর্দার সহ সংগঠনটির কর্মীরা। এ সময় মাওলা ইয়ছিন আলী সর্দার বলেন, দেশের এই ঘনোঘটা ক্লান্তিলগ্নে সমাজের বিততবান ব্যক্তিরা অসহায় ঘরবন্দী মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে । নইলে ঘরবন্দী মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় করোনা আতঙ্ককে অবজ্ঞা করে, খাদ্যের সন্ধানে বেরিয়ে পরবে। জনজীবন পরবে হুমকির মুখে। তাই সকল কে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান জানান এই কমিটি।