লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন ও থানা পুলিশ

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস এক মহামারী আকারে সারাদেশ ব্যাপী ছড়িয়ে যাচ্ছে।  সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশ ব্যাপী কঠোর অবস্হানে লকডাউন দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় লকডাউনের প্রথম দিনে লোহাগাড়ায় স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।১৪ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্হ্যবিধি না মেনে দোকানপাট খোলা রাখা  ও মাস্ক না থাকার কারনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি মামলায়  ১৭হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্হিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু, চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ , থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল।