লোহাগাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

অমিত কর্মকার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপেক্সে, মুক্তিযোদ্ধা সংসদ, পদুয়া বনবিভাগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।পরে গার্ড অব অনার প্রদান এবং বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) নীল‚ফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান। এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।