লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কোচিং সেন্টারে ১লক্ষ টাকা জরিমানা

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি ঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ স্কুল রোডের আল-সাফা বিল্ডিং এ ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১লক্ষ টাকা নগদ জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ১মাসের জেল জরিমানা দেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ। আটককৃতরা হলেন কলাউজান রশিদিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পূর্ব কলাউজান আদারচর এলাকার ঊষা বড়–য়ার পুত্র জয়সেন বড়ুয়া, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক চরম্বা জান মোহাম্মদ পাড়ার আব্দুর নূরের পুত্র ইব্রাহিম খলিল ও বড়হাতিয়া জঙ্গলী পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল গফুরের পুত্র আরিফুর রহমান। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক দুলাল বাড়ৈ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কোচিং সেন্টার চালু রেখেছে তিন শিক্ষক। তাই তাদের তিন জনকে দন্ডবিধি ১৮৬০ এ ২৬৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে প্রত্যেককে ১মাসের জেল দেওয়া হয়। তিনি আরো বলেন, যেসব কোচিং সেন্টার নির্দেশ অমান্য করবে এবং যেসব শিক্ষকরা টিউশনি চালু রেখেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।