লোহাগাড়ার নয় ইউনিয়নে ইউনো আহাসান হাবিব জিতুর নেতৃত্বে টিকাদান কর্মসূচি পালিত

চট্টগ্রাম থেকে কামরুল ইসলামঃ বাংলাদেশে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ৭আগস্ট শনিবার থেকে সারাদেশে গণ টিকাদান কর্মসূচি ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় টিকাদান ক্যাম্পেইন ও টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষ নির্ভরে স্বতঃ স্পুর্তভাবে টিকা নিচ্ছেন বলে জানা গেছে।

৭আগস্ট সকালে উপজেলার চুনতি, পদুয়া, লোহাগাড়া সদর,আমিরাবাদ আধুনগর,বড়হাতিয়া, চরম্বা ইউপি কেন্দ্রে চলমান টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,
পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু, যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাধারল সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,
আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজগ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ হামিম হোসাইন রবিন, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, বর্তমান সরকার উন্নয়ন এবং কাজে বিশ্বাস করেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে করোনাকালীন সময়ে নিরলসভাবে কাজ করে সর্বমহলে প্রশংসীত হয়েছেন।স্বাস্হ্য খাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। তিনি আরও জানান, টিকা নিন,সুস্হ থাকুন, টিকায় করোনা ঝুঁকি কমায়। এখন গ্রামে গ্রামে ওয়ার্ড পর্যায়ে এসে টিকা দিচ্ছে সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। মাস্ক পরিধান করুন, সুস্হ থাকুন। নিজে সুরক্ষিত থাকুন,অপরজনকে সুরক্ষিত রাখতে সচেতন করুন।