লোহাগাড়ায় আগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই ,২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি :লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট মাওলা পাড়ায়  আগুনের লেলিহান শিখায় ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা জানান। ২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৬ টার দিকে  এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।  ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারগুলো হলেন, ওই এলাকার আবদুল নবীর পুত্র সৌদি প্রবাসী আবদুল জব্বার, আবদুল মালেক, আবদুল জলিল। জানা যায়, আবদুল জব্বারে বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৩ ভাইয়ের  সেমি পাকা বাড়ি পুড়ে ছাই যায়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আবদুল জলিল  বলেন , আগুনে স্বর্ণালংকার, নগদ টাকা,আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ গোয়াল ঘরে থাকা ২ টি গরুো পুড়ে যায়। খবর পেয়ে লোহাগাড়া  উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস  জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে  বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি।