লোকসান ও দুর্নীতিকে না বলতে হবে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
শনিবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলের ট্রেনিংকমপ্লেক্সে দেশের ৫ টি চিনিকলের এমডি সহ কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য করে শিল্প মন্ত্রনালয়ের মাননীয় সচিব মো,আবদুল হালিম বলেন, দেশের চিনিকল গুলো লোকসানে লোকসানে মৃত প্রায় অবস্থাায়। দেশ এগিয়ে যাচ্ছে,চিনি কলের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে । তিনি আরও বলেন, সমস্যা কোথায় তা খুজে বের করে সমাধান করতে হবে । কোন ভাবেই ডিউটি বা কর্তব্য ফাঁকি দেয়া যাবে না । চিনিকলের লোকসান আর শুনতে চাই না, লোকসান ও দুর্নীতিকে না বলতে হবে ? এ সময় মাননীয় শিল্প সচিব বার্ষিক কর্ম পরিকল্পনা ও ব্যক্তিগত কর্মপরিকল্পনা বিষয়ে আলাদা আলাদা আলোচনা করেন । শনিবার দুপুর ১২ টায় কেরু কোম্পানী চিনি কলের এমডি জাহেদ আলি আনসারির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সুলতান আহমেদ শাহ,জিয়াউর রহমান, উপ সচিব আবুল খায়ের আনোয়ারর আলম , চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, করপোরেশন পরিচালক (সিডি আর)মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী এনায়েত হোসেন, পরিচালক (উৎপাদন) আব্দুর রউফ । চনিকল গুলোর সার্বিক উন্নয়নে দেশের ফরিদপুর,কুষ্টিয়া,মোবারকগঞ্জ , রেইনউইক যগেশ্বর ও কেরু এন্ড কোম্পানী চিনি কলের এম ডি সহ বিভাগীয় কর্মকর্তাগন ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। তার আগে প্রধান অতিথি কেরুর ডিস্ট্রিলারির একটি ভবন ,কেরু চিনি কল উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর উদ্ধোধন এবং কেরুর আকন্দবাড়ীয়া জৈব সার কারখানা পরিদর্শন করেন।