লালমনিরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় বিদেশ থেকে আসা দুইজন পুরুষ ও এক নারীকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেণে রেখেছে সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা.নির্মলেন্দুর রায় সত্যতা নিশ্চিত করেছেন।লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা.নির্মলেন্দুর রায় জানান,লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের পর্যবেণ করছেন জেলা স্বাস্থ্য বিভাগ। স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দেখাশোনার জন্য।হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন আমেরিকা ফেরত ২ জন, দক্ষিণ কোরিয়া ফেরত ১ জন। তিনি আরও জানান, এসব প্রবাসীদের নাম-ঠিকানা নিয়ে জেলা স্বাস্থ্যবিভাগ তাদের প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।