লালমনিরহাটে নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় ২ বিএন‌পি নেতা গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাট পৌরসভার নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের ‘মামলায়’ ২ ‘বিএন‌পি’ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাট  সদর থানার পু‌লিশ অফিসার ইনচার্জ  মো. শাহা আলাম তাদের গ্রেপ্তারের বিষয়‌টি নিশ্চিৎ করেন।এর আগে, মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) ‌দিবাগত রাত সোয়া ১০ টার দিকে লালমনিরহাট পৌরসভার সাপটানা নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে হামলার এ ঘটানা ঘটে।আটককৃত রা হলেন- লালম‌নিরহাট পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আলী হোসেন ওরফে মাছুয়া আলী (৪৪) ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো. সাইদুল ইসালাম (৪৭)।পুলিশ সুত্র ও স্থানীয় বা‌সিন্দারা জানান, লালমনিরহাট পৌরসভার নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জ্বল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারনায় পৌরসভার বিভিন্ন পাড়া মহাল্লায় সকল প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে।সাপটানা নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে মঙ্গালবার দিবাগত রাতে হামলা চালিয়ে দুর্বৃত্তারা চেয়ার টেবিল ভাংচুর করে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নেভায়। খবর পেয়ে, থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রানে আনে।এ ঘটানায়, বুধবার (১০ ফেব্রুয়ারী) স্থানীয় ‘নৌকা’ সমার্থক ‌মো. শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েক জনের নামসহ অজ্ঞাত শতা‌ধিক ব্যা‌ক্তির বিরুদ্ধে সদর থানায় একটি ‘মামলা’ দায়ের করেন।মামলায়, পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী মো. সাইদুল ইসলাম ও মো. আলী হোসেন ওরফে মাছুয়া আলীকে গ্রেপ্তার করে।  সদর থানার পু‌লিশ অফিসার ইনচার্জ  ‌মো. শাহা আলাম জানান, এজাহার নামীয় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।