লালমনিরহাটে ঢাকায় রানা প্লাজায় ক্ষতিগ্রস্তকে পাকাবাড়ী উপহার

মোস্তাফিজুর রহমান , লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধ্বসের কারণে গার্মেন্টস কর্মী সুজন মিয়া চিরস্থায়ী পঙ্গু হয়ে যাওয়ায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের নিজ বাড়ীতে একটি পাকাঘর প্রদান করেছে বেসরকারী সংগঠন ব্র্যাক।আজ মঙ্গলবার সকালে সুজন দম্পত্তির হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন লালমনিরহাট জেলা প্রশাসক মো:আবু জাফর।ব্র্যাক আয়োজিত সাড়ে ৬লাখ টাকা ব্যয়ে নির্মিত এ পাকা ঘরটি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, ব্র্যাকের ফিল্ড কো অর্ডিনেটর পার্থ প্রতিম দাস, আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক,জেলা সমন্বয়ক আশরাফুল আলম, প্রকৌশলী মোমেনুল ইসলাম হর ব্র্যাক কর্মকর্তাবৃন্দ।