লালপুরে ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদে এ উন্মুক্ত ভাতাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান জার্জিস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন সহ সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ । উক্ত বাছাই কার্যক্রমে ইউনিয়নের আনুমানিক ১৫০০ জন ভাতাভোগী অংশগ্রহণ করে।