লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন

নাটোর প্রতিনিধি

সরকারি নিয়মের তোয়াক্কা না করে নাটোরের লালপুরে পানিশূন্য পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৫০টি বাড়ি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, লালপুর সদর বাজারসহ ১০টি গ্রাম ভাঙনের হুমকির মুখে রয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি প্রবাহিত হলে এসব স্থাপনা বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিন দেখা যায়, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানাসহ লালপুর সদর বাজারের পাশ দিয়ে পানিশূন্য পদ্মায় ভেকু দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাবনার সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের নির্দেশে ওই বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, ২ লাখ ৯ হাজার সেপটি বালু ফেলা আছে। এই বালু উঠে গেলে আর বালু উঠাব না। লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, আমার জানা মতে কোনো জায়গায় বালু ভরাট বা উত্তোলন করা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, বালু ভরাট ও উত্তোলনের কোনো অনুমোদন নেই। বালু উত্তোলন বন্ধে ওই ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।