লালপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে অবহিতকরণ সভা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: “মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির নেতৃত্বে তার নিজ কার্যালয়ে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধের উপায় সহ এই ভাইরাসের যাবতীয় বিষয়ে জরুরীভাবে জনপ্রতিনিধি সকলকে অবহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার অফিস ইনচার্জ সেলিম রেজা, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক ডাঃ আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাহী অফিসার করোনা ভাইরাস প্রতিরোধে অবহিত করে বলেন বিদেশ ফেরতদের অবশ্যই ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং, প্রাইভেট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা ও শিক্ষার্থীদের জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেন। এসকল নির্দেশ অবমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।