লালপুরে টিসিবির পন্য বিক্রয়

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর) প্রতিনিধি: নভেল করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিপাকে পড়া মানুষের মাঝে টিসিবি ( ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ) থেকে পণ্য বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন এলাকায় পণ্য বিক্রয় শুরু করেন টিসিবির আল-আমিন ট্রেডার্স । করোনার প্রভাবে ঘরবন্দি হয়ে হতাশ হয়ে পড়া মানুষেরা সামাজিক দুরুত্ব বজায় রেখে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন। উক্ত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন ও জনগণকে করোনা প্রতিরোধে সাবধান করেন  উপজেলা ভাইস চেয়াম্যান মনোয়ার হোসেন মনি । এসম উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়। পণ্যের মধ্যে চিনি ও মসুর ডাল কেজিপ্রতি ৫০ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হয়।