লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষী প্রশিক্ষণ

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: “সোনালী আঁশে সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮মার্চ) সকালে উপজেলা বস্ত্র ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন, জেলা পাট কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা পাট কর্মকর্তা দুরজয় হোসেন, কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।