লক্ষ্মীপুর সদর উপজেলা মাসিক সমন্বয় সভা আইন – শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজাম উদ্দিন জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীটি সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ আসনের এমপি এড. নুরুউদ্দিন চৌধুরী নয়ন, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,সদর এসিল্যান্ড মোঃ মামুনুর রশিদ,১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, ৩ নং দালাল বাজার ইউনিয়ন কামরুজ্জামান সোহেল, ৪ নং চররুহিতা ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ৫ নং পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা সালাউদ্দিন ভুঁইয়া, ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল, ৮ নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির রিপন, ১১ নং হাজির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল, ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন,

১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, ১৪ নং মান্দরী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, ১৮ নং কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রণি, ১৮ নং টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলাসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় বিভিন্ন ইউনিয়নের অনুন্নত রাস্তা-ঘাট, হাট বাজার নিয়ে আলোচনা করা হয়।

সভায় গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা উপ- সহকারী প্রকৌশলী ফাতেমাতুজ জোহরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ যুবয়ের হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সট্রাকটর পারভীন আক্তার নিজ নিজ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এসময় সদর মডেল থানা ইনচার্জ জসিমউদদীন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইন – শৃঙ্খলা বিষয়ে অবহিত করেন।

এড নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন জনগনের জন্য কাজ করছেন বর্তমান সরকার। এমভি হিসাবে সচ্চতার কাজ করে যাবো।

উন্নয়নের ছোঁয়া প্রতিটি ইউনিয়নে সমহারে পৌঁছে যাবে।
নবাগত ইউ এন ও জানান, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সরকারের সকল কর্মসূচী সফল করতে হবে।