লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বালু উত্তলনে হারিয়ে যেতে পারে অসহায় পরিবার

জেলা প্রতিনিধি লক্ষীপুর – লক্ষ্মীপুর সদর উপজেলা ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বড় ফরাজী বাড়ির পাশে এক অসহায় ব্যক্তির হঠাৎ রাস্তা বন্ধ করে দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন। যেখানে হাইকোর্টে বলা আছে,যে জেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পারবে না। সে জেলা ডিসি ও ইউ,এন থাকা আর দরকার নাই, এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করলে তিনি বলেন,তাদের জমি থেকে বালু উত্তোলন সাংবাদিক সমস্যা কি। শফিকের ফরজী নেতৃত্বে টাকা দিয়ে প্রশাসন ম্যানেজ করে গরীব অসহায় উপরে কিভাবে নির্যাতন করে। অনুসন্ধানী রিপোর্টে আপনারা দেখুন। এই অসহায় ব্যক্তিটা যাবে কার কাছে গরীব অসহায় নিরুপায় হয়ে সাংবাদিক খবর দেয় সেই খবর দেওয়ার অপরাধে তার উপরে নির্যাতন চলতেছে।

ভুক্তভোগী মহিলার স্বামী একজন জেলে কোন রকমে দিন কাটে তাদের, এলাকার প্রভাবশালীদের কে মেনেজ করে তার বসত ঘরের পাশ থেকে অবাধে তুলতেছে ড্রেজার মেশিন লাগিয়ে বালু, যে কোন সময় হারিয়ে যেতে পারে তার এই বসত ঘর। সাংবাদিকদের খবর দিলে পরের, দিন তার উপর ছলে নির্যাতন এভাবে অভিযোগ করেন তাছনুর, আর এভাবেই চলছে তাছনুর বেগমের জিবন।