রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে দর্শনায় মানববন্ধন ও বিক্ষোভ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃসর্ত মুক্তি ও নির্যাতন কারীদের শাস্তির দাবীতে  বুধবার (১৯ মে) বেলা ১০ টায় দর্শনা রেলবাজার বটতলায় দর্শনা প্রেসক্লাবরে আয়োজনে সকল সংবাদকর্মীদের অংশগ্রহণে এই  বিক্ষোভ ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধিরু’র সভাপতিত্বে  বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন  দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন , জীবননগর প্রেসক্লাব সভাপতি এর আর বাবু , হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান সহ  দর্শনার সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হিজলগাড়ি প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা যেভাবে হেনস্তা নির্যাতন করেছে, মনে হয়েছে-তারা তাদের নিজের দোষ আড়াল করতে এ ধরণের নেক্কারজনক কাজ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানায়। বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো।