রুমায় ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে মাটির ধ্বসে ভেঙ্গে গেল নির্মাণধীন এক ঘর:

মোঃ মাহাবুব আলম
চট্টগ্রাম বিভাগীয় ব্যাুরো প্রধান

বান্দরবানে রুমা উপজেলায় ঘুর্ণিঝড় মিধিলির ভারী বৃষ্টির প্রভাবে নির্মাণধীন একজনের ঘর মাটির ধ্বসে ভেঙ্গে গি য়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গত(১৬ নভেম্বর)রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় এ ঘটনা ঘটেছে বলে জানান থানা পাড়া ( তৈমু ত্রিপুরা পাড়া) স্থায়ী বাসিন্দ ঘরের মালিক মি: যোসেফ ত্রিপুরা।

ক্ষয়ক্ষতি হওয়ার বেপারে তিনি বলেন, এক সপ্তাহ আগে ঘরটি নির্মাণ করা হয়েছিল। গাছ,টিন, মজুরি দাম সহ এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাকাটা খরচ সহ আনুমানিক ৩০,০০০( ত্রিশ হাজার ) টাকা খরচ ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

তবে পরিবারের সদস্যদের কোনো কিছু হতাহতি বা দুর্ঘটনা হয়নি বলে জানান তিনি।

এ বেপারে দুর্যোগ ক্ষয়ক্ষতি নিরসন কাটিয়ে উঠার জন্য সরকারি -বেসরকারী বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের নিকট সাহায্য – সহযোগীতা কামনা করেন তিনি।