রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সৌদী আরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) স্থানীয় সানসিটি ক্লিনিক অডিটরিয়ামে সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া,নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলোয়াত ও পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।