রাশিয়ার সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল জার্মানি

রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাসপ্রম সোমবার জানিয়েছে, পাইপ লাইনে সংস্কার কার্য চালানোর জন্য আগামী বুধবার থেকে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দেওয়া হবে।

বিষয়টিকে তারা প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছে। গ্যাসপ্রম বলেছে লাইনে থাকা আরেকটি টারবাইনে সংস্কার কাজ চালাতে হবে তাদের।

এই নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে ইউরোপের অন্যন্য দেশেও যায় রাশিয়ার গ্যাস।

রাশিয়া সোমবার হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী। গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার জন্য কোনো প্রযুক্তিগত সমস্যা নেই।

গ্যাসপ্রম জানায়, নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনের পোর্তোবায়া কম্প্রেসর স্টেশনে থাকা সিমেন্স কোম্পানির টারবাইনে সংস্কার কার্য চালাতে হবে। এই টারবাইনটির বর্তমান অবস্থা বিবেচনা করেই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে গ্যাসপ্রমের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইউরোপের অন্যন্য দেশগুলো। তারা জানিয়েছে, রাশিয়া আবারো গ্যাস দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছে।

সূত্র: আল জাজিরা