রাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিচার দাবিতে মানববন্ধন

রাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী বু্যূরো :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য মঞ্চের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিরা বার বার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর হামলা চালায়। দেশকে অস্থিতিশীল করতে ও পাকিস্তানি তালেবানি রাষ্ট্রে পরিণত করতে তারা আমাদের ভাস্কর্যের ওপর আক্রমণ চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, তারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়েও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রচার করছে।

এই সাম্প্রদায়িক শক্তিকে এখনই বিচারের আওতায় এনে বিচার করতে হবে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।