রানুকে সালমানের ৫৫ লাখের ফ্ল্যাট দেয়ার খবর ভুয়া!

বিনোদন ডেস্ক: গান গেয়ে রাতারাতি বিখ্যাত ভারতের রানাঘাটের রানু মণ্ডল। বলিউড সুপারস্টার সালমান খান ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলকে ৫৫ লাখ টাকার ফ্ল্যাট উপহার দিয়েছেন বলে খবর ছড়িয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমনকী, সালমান ‘দাবাং থ্রি’তে প্লে ব্যাকের প্রস্তাবও দিয়েছেন নাকি রানুকে, কিন্তু এসব খবর আসলে কতটা সত্যি?

রানাঘাঠের ‘আমরা সবাই শয়তান’ ক্লাবের সদস্যরা রানু মণ্ডলকে নিয়ে এসব রটনা মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছেন। সংবাদ সংস্থা, আইএএনএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির সদস্য ভিকি বিশ্বাস দাবি করেন এসব ‘ভুয়া খবর’।

তিনি বলেন, ‘আমাদের ক্লাবের দু’জন সদস্য রানাঘাট স্টেশনে ওই ভিডিওটি করেছিল। যা ভাইরাল হয়। তখন থেকে আমরাই রানুদিকে দেখাশোনা করছি। রানুদিকে সালমান খান ৫৫ লাখের ফ্ল্যাট দিচ্ছে এই ধরণের কোনও খবর শুনিনি। এটা ভুয়া খবর, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।’

বিভ্রান্তি কাটাতে ‘আমরা সবাই শয়তান’ ক্লাবের সদস্য ভিকি বিশ্বাস আরও বলেন, ‘একটি রিযেলিটি শো-তে উপস্থিত হওয়ার জন্য রানু মণ্ডলকে টাকা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রানুদিকে নিয়ে বহু রটনা রয়েছে। যেমন, সে গাড়ি কিনছেন, বিগ বসে যাচ্ছেন বা হিমেশ রেশমিয়া দিদিকে ৫০ লক্ষ দিয়েছেন গান গাওয়ার জন্য। হ্যাঁ, উনি (হিমেশ রেশমিয়া) অনেক করেছেন রানু মণ্ডলের জন্য। যেমন, যাতায়াতের খরচ দিয়েছেন। তবে সব প্রচারই সত্যি নয়।’

রানাঘাট স্টেশনে বসেই রানু গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক প্যয় কা নগমা হ্যয়।’ যা ভিডিও করে ফেসবুকে দেন স্থানীয় এক যুবক। মুহূর্তে তা ভাইরাল হয়। তারপর সবটাই ইতিহাস। রানু অন্ধকার থেকে লাইম লাইটে। এরপর তাঁকে ঘিরেই রটে যাচ্ছে নানা খবর। তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।