রানীশংকৈলে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাণীশংকৈলে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর ২০২৩ইং।

দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।কর্মসূচির শুরুতেই শনিবার উপজেলা খুনিয়াদীঘি প্রাঙ্গনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তপ্পোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রথমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসনসহ সরকারি, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,রানীশংকৈল প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের এবং অন্যান্য সংগঠনের মাঝে বিজয়ী শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সেলিনা জাহান লিটা,আ”লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম,মেয়র মোস্তাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান এছাড়াও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকেলে ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত বসাক ও সাদেকুল ইসলাম|