রাত পোহালে লালমনিরহাটে দুই পৌরসভায় ভোট

মোস্তাফিজুর রহমান লালমনিরহাটঃ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতেই শেষ হয়েছে প্রচারনা। শেষ সময়ে ভোটারদের মন জয় করার জন্য বিরামহীনভাবে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদভারে মুখরিত লালমনিরহাটের দুইটি পৌর এলাকা।রাত পেরুলেই ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন করতে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।লালমনিরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (নৌকা), রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) (স্বতন্ত্র), ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র), জাতীয়পার্টির প্রার্থী এস এম ওয়াহেদুল হাসান সেনা (সদ্য আওয়ামী লীগ হতে জাপাতে যোগদানকৃত) ও ইসলামি আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা)। এ ছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীদে ৪৪ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।পাটগ্রাম পৌর সভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ (নারিকেল গাছ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সুমন মিয়া (হাত পাখা)। এছাড়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন (মহিলা) প্রার্থী ও ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পাটগ্রাম ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া।এলাকার প্রত্যেক সড়ক, পাড়া, মহল্লায় প্রার্থীদের সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা বাড়ির বয়োবৃদ্ধ ভোটারদের নিকট গিয়ে ভোট ও দোয়া চেয়ে মাথায় হাত বুলিয়ে নিচ্ছেন। প্রার্থী, কর্মীও সমর্থকরা ছোট শিশু, কিশোর, যুবক, নারী এবং পুরুষ ভোটারদের হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও মেয়র প্রার্থীরা উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি সম্বলিত ‘ইশতেহার’ বিলি করছেন।প্রার্থীরা কিছু নারীদের দিন হাজিরা দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে লিফলেট বিতরন ও ভোট চাইতে দেখা গেছে।

লালমনিরহাট পৌরসভায় ভোটের শেষ মুহূর্তে ভোটাররা জানিয়েছে ত্রিমুখী লড়াইয়ের কথা। তারা বলেছেন,আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (নৌকা), রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) (বিদ্রোহী আওয়ামী লীগ) ও ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ নজরদারি ও কঠোর অবস্থান থাকবেন বলে প্রশাসন নিশ্চিত করেছে। কেন্দ্রে কেন্দ্রেপাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। লালমনিরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মন্জুরুল হাসান বলেন, দুইটি পৌরসভার ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।