রাণীশংকৈলে চুরি যাওয়া ২২ ভরি স্বর্ণ এখনও উদ্ধার হয়নি, বাদি আতংকে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি
গ্রামের আমেরিকা প্রবাসি শরিফুজ্জামানের বাসা থেকে গত ২৩ ডিসেম্বর/২৩, ২ ভরি স্বর্ণ, ১লক্ষ টাকা ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি হলে শরিফুজ্জামান ওইদিনেই রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তী এক সপ্তাহেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বাদির পিতা তোফাজ্জল হোসেন বিষয়টি জেলা পুলিশ
সুপারকে অবহিত করেন।

এর এক মাস পর পুলিশ বসতপুরের শাহজাহান ও বাদির ভাতিজা ফরিদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। কিন্তু তারা কিছুদিন জেল খেটে বের হয়ে আসে।
বর্তমানে বাদি ও তার পরিবারকে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে বলে বাদি জানান।

এজন্য তারা আতংকে দিনযাপন করছেন। ওই স্বর্ণ উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আশানুরূপ পদক্ষেপ বা লক্ষ্মণ নেই বলে সম্প্রতি তোফাজ্জল হোসেন সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তবে বাদিপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে এএসপি(সার্কেল) রেজাউল হক মুঠোফোনে জানান, ইতিমধ্যে সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের কাজ অব্যাহত আছে। সঠিক তথ্য-প্রমাণ পেলে আরও ২/৩ জনকে গ্রেফতার করা হবে।