রাজারহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সহ উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগ, ইউনিয়ন যুবলীগের আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়। শুক্রবার সকাল থেকেই উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে ফুলের বেদী দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর,মোঃ আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, যুগ্ন-আহবায়ক সুমন কুমার রায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন গন মাধ্যমকর্মিরা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন মঞ্চে দাড়িয়ে স্বাধীনতার ১৯৭১ সালে ৩০লক্ষ প্রাণ তথা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আমরা মুজিবর্ষে উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আবার একই সাথে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আমাদের জন্য এর চেয়ে বড় মাহেন্দ্রক্ষণ আর কিছু হতে পারে না। রাজারহাট উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ খচিত পতাকার স্বাধীন বাংলাদেশ। অতলান্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক সহ দেশের মুক্তিকামী সকল শ্রমিক ছাত্র-জনতাকে যাদের অসামান্য অবদান ও বীরোচিত সাহসী ভূমিকা আমাদের স্বাধীনতা অর্জন কে বেগবান ও ত্বরান্বিত করেছে। স্বাধীনতার ভূমিকা নিয়ে আলোচনা করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। পরে রাজারহাট উপজেলার পাশাপাশি উমরমজিদ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালন করেন, উমরমজিদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার ময়নাল ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকনের নেতৃত্বে দিবসটি জমকালো আয়োজনে উদযাপন করা হয়।