রাজশাহী ও রংপুর বিভাগের নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরোঃ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এ কর্মরত রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিদ্যুৎ ভবনে থেকে বিক্ষোভ শুরু হয়েছে জিরোপয়েন্টে এসে শেষে মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে জানানো হয়, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে কর্মরত আছে। এছাড়া দুই বিভাগের ৬০০ জনের উর্দ্ধে পিচরেট কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন যাপন করতে হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।