রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটির ধাক্কায় একজন নিহত

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর পুঠিয়ার শিবপুরে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে মুনছের আলী (৬৫) নামের একজন নিহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুনছের আলী (৬৫) উপজেলার বিড়ালদহ পশ্চিম পাড়া গ্রামের মৃত তারু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জনান, পুঠিয়া থেকে রাজশাহী গামী একটি গরু বোঝাই ভুটভুটি ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর বাজারে মুনছের আলী রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় সিটি হাটের গরুবাহী ভুটভুটি তাকে ধাক্কাদেয়। সে সময় গরুবাহী ভুটভুটির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা মানুষ তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওযার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, দু’ঘটনা কবলিত ভুটভুটি আটক করা হয়েছে। সে সময় ভুটভুটি চালক পালিয়ে যায়, তাকে আটক করা যায়নি। এলাকাসীর ভভিযোগ মহাসড়কে বেপরোয়া ভাবে অবৈধ যানবহন ভুটভুটি চলাচল কারায় প্রতিনিয়ত সড়কে দু’ঘটনা ঘটছে। এর ফলে মাঝে মধ্যেই পথচারী ও যানবহাহনে আরোহীদের প্রাণ হানী ঘটনা।