রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট’র প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় এ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। এতে ১৫ টি প্রতিষ্ঠানের ৬০ জন অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জার্মানের ইআইপিএস প্রজেক্ট ম্যানেজার ড. সিলভিয়া পোপ, টেকনিক্যাল ভিজিটর ফিরোজ আম, কনসালটেন্ট ডিজিইউভি কাই ব্রেটলিং ও খ্রিশ্চিয়ান ভ্যানদ্রে, রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম পরিদর্শক আজাহারুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ