রাজধানীসহ দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের ৩ সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আজও রাজশাহী ও রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলেও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো

হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি. যা দমকা হাওয়ায় অস্থায়ীভাবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়ার অবস্থার উন্নতি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের ৩ সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আজও রাজশাহী ও রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলেও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো

হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি. যা দমকা হাওয়ায় অস্থায়ীভাবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবহাওয়ার অবস্থার উন্নতি হতে পারে।