রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : এবার পবিত্র রমজান মাস শুরু হবে ৭ বা ৮ মে (চাঁদ দেখার উপর নির্ভরশীল)। সে হিসাবে আগামী ৭ মে রমজান মাস শুরুর সময় ধরে সেহরি ও ইফতারের সময়সূচি তৈরি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ সোমবার ১৪৪০ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ সময়সূচি অনুযায়ী, প্রথম রমজানে (৭ মে) ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।
তবে, দূরত্ব অনুযায়ী সেহরি ও ইফতারে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করবেন।