রমজানে পণ্য নিয়ে কোনো কারসাজি করলে সর্বোচ্চ শাস্তি: এমপি ছেলুন

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা-১ আসনের এমপি, সাবেক হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ভোজ্য পণ্য পায়, সেই কারণে প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়েও মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছে। মানুষের এই পণ্য নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যদি খাদ্য মজুতসহ কোনোরূপ কারসাজি করে, তবে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। এজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

গতকাল ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের পরিবার এর নিকট টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এই কার্যক্রম চুয়াডাঙ্গা জেলার ৪ টি উপজেলায় চলবে। শুধুমাত্র টিসিবি’র কার্ডধারীরা লাইনে দাঁড়ানোর সুযোগ পাবেন।