রবি ও এয়ারটেলেও ২০ টাকার নিচে রিচার্জ করা যাবে না

মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মতো এবার দেশের আরও দুই মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলও তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা বেঁধে দিয়েছে।

এখন থেকে রবি ও এয়ারটেলের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারবে। এ দুটি অপারেটরের সিমের নিষ্ক্রিয় হওয়া ঠেকাতেও ন্যূনতম ২০ টাকা ব্যালেন্স রাখতে হবে। এর আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

নতুন এই সিদ্ধান্তের কথা এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে রবি। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

ন্যূনতম ২০ টাকা রিচার্জের এই বাধ্যবাধকতা ১৬ জুলাই শনিবার থেকে কার্যকর হবে।

সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি অপারেটরদের নিজস্ব ব্যবসায়িক ইস্যু এবং এ সিদ্ধান্ত ‘নিয়ন্ত্রক সংস্থার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে’ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা কেবল প্যাকেজগুলোর ব্যাপারটা দেখতে পারি। ন্যূনতম রিচার্জ সেই প্যাকেজগুলোর অভ্যন্তরীণ সমস্যা।

এর আগে চলতি মাসের শুরুতে আরেক মুঠোফোন অপারেটর গ্রামীণফোনও তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করে।

তবে ২০ টাকার কমে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো এবং সব রিচার্জ কার্ডগুলো আগের মতোই চালু থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছিল গ্রামীণফোন।