নিলফামারীর রঞ্জনকে ঢাবিতে ভর্তিতে সহায়তা করলেন বাংলাদেশ পুনাক সভানেত্রী জীশান মীর্জা

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পত্নি জীশান মীর্জা জানতে পেয়ে মেধাবী ছেলেটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি

অর্থের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনিশ্চিয়তায় থাকা দরিদ্র মেধাবী ছাত্র রঞ্জন রায়ের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

রঞ্জন নিলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে সে, কিন্তু অর্থের অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।

বিষয়টি পুনাক কেন্দ্রীয় সভানেত্রী বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পত্নি জীশান মীর্জা জানতে পেয়ে মেধাবী ছেলেটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুনাক কেন্দ্রীয় সভানেত্রীর ২০ হাজার টাকা মেধাবী ছাত্র রঞ্জনের হাতে তুলে দেন পুনাক নীলফামারীর সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি তাসমিয়া জান্নাত।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মোমিনুল ইসলাম মোমিন, রঞ্জনের বাবা রমেশ চন্দ্র রায়, মা নমিতা রানী রায় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, রঞ্জনকে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি পুনাক কেন্দ্রীয় সভাপতি জীশান মীর্জা মহোদয়ের নজরে আসে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেটির ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করেন। যা বিকেলে রঞ্জনের কাছে হস্তান্তর করা হয়।