যে গানে মিলে প্রাণের সন্ধান! বাউল ফকির

রুবেল চিশতী

পাপ্পু ফকির

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে ৩১-১২-১৯৯৬ সালে পাপ্পু ফকির জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। ২০০৮ সালে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হয়, তখন থেকেই ভাব সংগীত নিয়ে পথ চলা শুরু করেন।

২০১০ সালে সাধক সাবের শাহ্ অাল্ চিশতি নিজামির সান্যিধ্য লাভ করেন ও ভাব সংগীতের তালিম নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভাব সংগীত প্রচার করে মানুষের মনে স্থান করে নেয়।

২০১৩ সালে মাধ্যমিক পরিক্ষায় পাশ করেন, ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন,২০১৮ সালে ডিগ্রি পাশ করেন।

বর্তমান ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ালেখা করেন। এর মধ্যে তিনি সমগ্র বাংলাদেশে মানবতার গান গেয়ে অনেক ভক্ত শ্রোতাদের মনে স্থান করে নেয়। যে গানে মাটি ও মানুষের মন কাঁদে।

বাউল পাপ্পু ফকির জানান, যে গানে মিলে প্রানের সন্ধান সেই ভাব গান নিয়েই এগিয়ে যেতে চাই।

দেশের বিভিন্ন জেলার সাধু মহতদের দোয়া ও ভালোবাসা প্রাপ্তিই মুল লক্ষ।