যুবলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবলীগের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী যুবলীগ নেতাকর্মীদের। এ সময় কার্যালয়ে ঝুলানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ বেশ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজ জানান, ইউপি চেয়ারম্যান গোলজারের নির্দেশেই যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে একই পরিষদের সদস্য রবিন, জাসদ নেতা সালাউদ্দিন স্বপন, আবদুল, বাবলু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারি। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের প্রতিটি আসবাবপত্র পিটিয়ে ও কুপিয়ে ভাঙচুর করে তারা। এঘটনায় মামলা করবেন বলে জানান রিয়াজ।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান গোলজার মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এটি যুবলীগের কার্যালয় নয়, রিয়াজের ব্যক্তিগত, এখানে বিভিন্ন অপকর্ম চলে। রিয়াজ নিজেই কার্যালয় ভাঙচুর করিয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, ভাঙচুরের ঘটনাটি সন্দেহজনক হচ্ছে। সাজানো হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।